সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • সদরপুর (ফরিদপুর)  প্রতিনিধি:
  • সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ০৬:১০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ইং উপলক্ষে র‍্যালি, আলোচনা ও দুর্যোগ প্রশমন বিষয়ক মহড়া প্রদর্শিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে একটি র‍্যালি বের করা হয়। এতে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলমাঠে দুর্যোগ প্রশমন বিষয়ক আলোচনা হয়। এরপর সদরপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (চলতি দায়িত্ব) রনেন্দ্র নাথ চৌধুরীর তত্বাবধানে একদল দমকল কর্মী মহড়া প্রদর্শন করেন।

এসময়ে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, কৃষি কর্মকর্তা নিটুল রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপজেলা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার নুরুন্নাহার বেগমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, দমকল বাহিনীর সদস্যরা, শিক্ষক শিক্ষার্থী, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য