সদরপুরে মা-ছেলের মরদেহ উদ্ধার

  • মো. নুরুল ইসলাম সদরপুর থেকে:
  • রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৯:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে অন্তঃসত্ত্বা মা ও তার শিশু পুত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, এক ঘর থেকে রক্তাক্ত অবস্থায় শিশু হুজাইফার মরদেহ এবং অন্য ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মা সুমাইয়া আক্তারকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুমাইয়াকেও মৃত ঘোষণা করেন।

২২ বছর বয়সী সুমাইয়া আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং চলতি মাসের ২৬ তারিখে তার সিজারিয়ান হওয়ার কথা ছিল। সুমাইয়ার স্বামী রমজান দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন, দুই বছর আগে দেশে ফিরে আসেন।

ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, শিশুটিকে গলাকাটা অবস্থায় পাওয়া গেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য