সদরপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন 

  • নুরুল ইসলাম, সদরপুর:
  • সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ০৬:১০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে সারা দেশের ন্যায় শিশুদের টাইফয়েড রোগ থেকে সুরক্ষিত রাখতে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। 

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মমিনুর রহমান সরকার।  

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মমিনুর রহমান সরকার, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শ্যাম সুন্দর সাহা ও সৌরভ চক্রবর্তী প্রমুখ।

১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ছাত্র-ছাত্রী টার্গেট ৩৫ হাজার ১৭৯ জন।  ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর  স্কুল  বহির্ভূত  ৮ মাস থেকে ১৪ বছর পর্যন্ত  ছেলে মেয়ের টার্গেট ১৯২৮৩ জন। 

সদরপুর উপজেলায় ২৯৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে টিকাদান ক্যাম্পেইন সেবা পাবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য