জামায়াত ইসলামী বাংলাদেশ ও ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির পূর্বসিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্ণীতির বিচার করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যাক্রম নিষিদ্ধ করা সহ ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সদরপুর উপজেলা পরিষদ চত্বরে গণজমায়েতের পর বিক্ষোভ মিছিল শুরু হয়। জামায়াতের উপজেলা আমীর মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে এবং ইসলামী আন্দোলনের সদরপুর শাখার সেক্রেটারী মাওলানা আলহাজ্ব মিজানুর রহমানের নেতৃত্বে মিছিলটি সদরপুর থানার সামনে দিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়াম চত্বর হয়ে কৃষ্ণপুরের মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিলপূর্ব গণজমায়েতে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের বক্তারা সিদ্ধান্তগুলোর পূর্ণ বাস্তবায়ন চান। এ সময় তারা বলেন, এই পাঁচ দফা বাস্তবায়িত না হলে জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেঈমানী করা হবে। পিআর পদ্ধতিতে ইলেকশন হলে সংসদে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হবে॥ তখন ফ্যাসিবাদ কায়েম হবার সুযোগ থাকবে না।
এসময়ে আরও উপস্থিত ছিলেন সদরপুর জামায়াত সেক্রেটারী মোঃ শাহআলম, নায়েবে আমীর আবুবকর সিদ্দিক, ফিরোজ তালুকদার, এরশাদ উল্লাহ, আশরাফুল আকরাম,ইসলামী আন্দোলনের সদরপুর শাখার সেক্রেটারী মাওলানা আলহাজ্ব মিজানুর রহমান,ইসলামী আন্দোলন ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ইসাহাক চৌকদার,হাফেজ মোঃ কামাল বেপারী, হাফেজ মোক্তার হোসেন, মাওলানা রবিউল ইসলাম ভাসানী সহ জামায়াত ইসলামো ও ইসলামী আন্দোলনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য