ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ফরিদপুরের শিক্ষার্থীদের জন্য ফ্রি আবাসান ও কোচিং এর ব্যবস্থা করতে চান ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন খান।
জসিম জানান, ঢাবিতে ফরিদপুর অঞ্চলের শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম। সেই লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ঢাবি’র বাস ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত প্রসারিত করার প্রস্তাব রাখবেন যাতে এই অঞ্চলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাসে যাতায়াত করতে পারে। বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কথা বলে তিনি এই ব্যবস্থা কার্যকর করবেন।
শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮ টায় সদরপুর সাংবাদিক মহলের আয়োজনে সদরপুরের ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখন যোগ্যতার ভিত্তিতে হলে সিট দেয়া হচ্ছে। ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধি করা হয়েছে। ঠান্ডা পানি ও ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের জোর করে মিছিলে নেয়া বন্ধ করা হয়েছে। র্যাগিং বন্ধ হয়েছে। খুব শীঘ্রই প্রতিটি হলের রিডিং রুমে এসি’র ব্যবস্থা করা হচ্ছে। আমরা পাঁচ মাসের মধ্যেই শিক্ষার্থীদের জন্য আমাদের সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।
প্রসঙ্গত, জসিম ‘২৪ এর জুলাই মাসে শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনের সময় ১৮ জুলাই ঢাকার রামপুরায় বামচোখে গুলিবিদ্ধ হন। সম্প্রতি তিনি ডাকসু নির্বাচনে আন্তর্জাতিক সম্পাদক পদে (ব্যালট নং ৪) ৯ হাজারেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়। সে পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলা মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রামের আহম্মদ আলী খানের ছেলে।
মতবিনিময় কালে বাংলা টিভি’র মো. নুরুল ইসলাম , দৈনিক ইনকিলাবের কবির হোসাইন, দৈনিক ভোরের ডাকের আবুল বাসার মিয়া, দৈনিক এই বাংলার মুফতি জাকির হোসাইন ফরিদী, দৈনিক আমাদের সময়ের প্রভাত কুমার সাহা, দৈনিক আজকের খবরের বিল্লাল হোসেন টিটু, দৈনিক ঢাকা টাইমসের এস এম মামুন, মিজানুর রহমান, সালাহ উদ্দিন, সিরাজুল ইসলাম, ঢাবির এফ রহমানের শিক্ষার্থী দিদার হাবীব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য