সদরপুরে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করলেন ঢাকা বিভাগীয় কমিশনার

  • নিজস্ব প্রতিবেদক
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৯:০০
  • কপি লিঙ্ক

বাংলাদেশ সরকারের ঢাকা বিভাগীয় কমিশনার ফরিদপুরের সদরপুরে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সদরপুর স্টেডিয়ামে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতি ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও শিল্পমন্ত্রণালয়ের বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব ফজলুর রহমান, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ, ন, ম বজলুর রশীদ ও ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, এএসপি ভাঙ্গা সার্কেল মো. আসিফ ইকবাল, সদরপুর থানা ইনচার্জ সুকদেব রায়। 

বাংলাদেশ জাতীয় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ

উপজেলার বাবুরচর উচ্চবিদ্যালয় ফুটবল একাদশ ও বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া মাদ্রাসা ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য