রাখাইনে দু'পক্ষের তুমুল সংঘর্ষ

  • অনলাইন
  • শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ০৩:০১:০০
  • কপি লিঙ্ক

মিয়ানমারের সংঘাতময় রাখাইন রাজ্যে সরকারি সেনা ও বিদ্রোহীদের মধ্যে আবারও ভয়াবহ লড়াই শুরু হয়েছে। জান্তার সেনারা বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাচ্ছে। রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় সংঘর্ষে নিপীড়িত এ জনগোষ্ঠীর বহু সদস্য হতাহত হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে। 

শুক্রবার বিকেলে বোমারু বিমান নিয়ে তাতমাদো নামে পরিচিত মিয়ানমারের সেনাবাহিনী আরাকান আর্মির ওপর হামলা চালায়। এছাড়া শুক্রবার ভোর থেকে রাখাইনের বুচিডং এবং ফুমালিতে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে।

তাতমাদোর সঙ্গে আরাকান আর্মির লড়াইতে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেলে এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। দুই পক্ষের তুমুল লড়াইয়ের সময় মিয়ানমার সেনাবাহিনীর ঘাঁটি হতে আর্টিলারি গানসহ ভারী অস্রের ঘোলা ছুঁড়ে মারা হলে হতাহতের ঘটনা ঘটে।
দুই পক্ষের সংঘর্ষে বেশ কিছু রোহিঙ্গা আহত হয়েছে। আহতদের কয়েকজনকে বুচিডংয়ের স্থানীয় হাপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে গুরুত্বর আহত কয়েকজনকে জাতিসংঘের শরণার্থী সংস্থার অ্যাম্বুলেন্সে করে মংডুর হাসপাতালে পাঠানো হয়েছে। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য