আলফাডাঙ্গায় আশ্রয়ণের উপকারভোগীদের প্রশিক্ষণ সম্পন্ন

  • কবীর হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
  • সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ ১২:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের আলফাডাঙ্গায় আশ্রয়ণ-২ প্রকল্পে বসবাসরত উপকারভোদীদের দক্ষতা বৃদ্ধির লক্ষে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।

ইউনিয়ন ভূমি  সহকারী কর্মকর্তা  অধীর কুমার গুহের সঞ্চালনায়  এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা আক্তার সোনিয়া ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর প্রমুখসহ অনেকে। 

সভায় বক্তারা বলেন, ভূমিহীন ও আশ্রয়হীন পরিবারের মাঝে ২ শতাংশ জমি ও ঘর উপহার দিয়েছেন সরকার। ফলে সবাই জমি ও ঘরের মালিক হয়েছেন। ঘরের আশেপাশের জমিতে কৃষি আবাদ করে এবং গবাদি পশু-পাখি লালন পালনের মাধ্যমে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় এ বিষয়ে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়ে তা বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে আলফাডাঙ্গা উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের উপকারভোগীদের নিয়ে ১০ দিন ব্যাপী দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে প্রতিটি পরিবারের লোকজন খুব সহজে স্বাবলম্বী হতে পারবেন বলে বক্তারা জানান।

এরআগে গত ৯ নভেম্বর আশ্রয়ণ-২ প্রকল্পে বসবাসরত ২৭২ জন উপকারভোগীদের নিয়ে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়। প্রশিক্ষণে উপকারভোগীদের পারিবারিক হাঁস মুরগী পালন, পারিবারিক পুষ্টি বাগান, মৎস্য চাষ ও সেলাই মেশিন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য