গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • অনলাইন
  • বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ০৬:০১:০০
  • কপি লিঙ্ক

পাবনার চাটমোহরে চার সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে আলি আজগার (৪৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) মাঝরাতে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আলী আজগার ওই এলাকার মৃত আনছার সর্দারের ছেলে। তিনি ভুক্তভোগীর আত্মীয় বলে জানা গেছে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী ঢাকায় রিকশা চালান। তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাড়িতে থাকেন তিনি। তার বাড়ির কাছেই আলী আজগারের মুদি দোকান। মাঝেমধ্যেই মুদি দোকান থেকে বাকিতে জিনিসপত্র কিনতেন ওই গৃহবধূ।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আজগার আলী পানি খাওয়ার অজুহাতে গৃহবধূর বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আজগারকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গৃহবধূ ও আলী আজগারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর আজগার ও তার ভাই আলমের নামে থানায় মামলা করেন গৃহবধূ।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। অভিযুক্ত আজগার আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা মেডিকেলে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য