আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত

  • কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: 
  • রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৯:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. আলমগীর কবির।

সভার শুরুতে সম্প্রতি গঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের মধ্যে পরিচয় পর্ব সম্পন্ন হয়। এরপর, বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তারা আলফাডাঙ্গা উপজেলার সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার উপর জোর দেন।

সভায় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত শামীমের পরিচালনায় বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কবীর হোসেন, যুগ্ম সম্পাদক মো. শাহারিয়ার হোসেন, অর্থ সম্পাদক মিয়া রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আল আমিন (মামুন), প্রচার সম্পাদক আসাদুজ্জামান তালুকদার, আইন বিষয়ক সম্পাদক মো. হাসিবুল হাসান (জুয়েল), সাহিত্য বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান মিয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম এবং সাধারণ সদস্য ওবায়দুর রহমান, জাহিদুল ইসলাম ও ইমরান হোসেন প্রমুখ। 

সভার সভাপতি মো. আলমগীর কবির বলেন, "আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সাংবাদিকতার মহান পেশার মর্যাদা সমুন্নত রাখতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা সবসময় সচেষ্ট থাকব।"

সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত জানান, "আমাদের এই কমিটি আলফাডাঙ্গার সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করবে। আমরা সাংবাদিকদের অধিকার রক্ষা এবং তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব।"

এছাড়াও, সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য