টি-টোয়েন্টি লিগে আসছে লাল কার্ড

  • অনলাইন
  • রবিবার, ১৩ আগস্ট ২০২৩ ০৫:০৮:০০
  • কপি লিঙ্ক

মন্থর বোলিংয়ের বিরুদ্ধে অভিনব শাস্তির ব্যবস্থা করা হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। এবার থেকে মন্থর বোলিং করলে শুধু ৩০ গজ বৃত্তের মধ্যে অতিরিক্ত ফিল্ডার রাখতে হবে তাই নয়, ফুটবলের মতো একজন ফিল্ডারকে লাল কার্ডও দেখাবেন আম্পায়ার। অর্থাৎ শেষ ওভারে ১০ জন ফিল্ডার থাকবেন মাঠে। পুরুষ ও নারী ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আগামী মৌসুম থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ডিরেক্টর মাইকেল হল বলেন, ‘টি-টোয়েন্টিতে ম্যাচের দৈর্ঘ্য ক্রমেই বেড়ে চলেছে। আমরা এটা বদলাতে চাই। তাই নতুন নিয়ম এনেছি। আশা করছি কোনো দলকে শাস্তি দিতে হবে না।

ক্রিকেটারেরা নিজেরাই শুধরে নেবে। কিন্তু যদি কোনো দল ভুল করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আম্পায়ার।’
১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে সিপিএলের ১১তম আসর। মেয়েদের আসর শুরু হবে ৩১ আগস্ট।

নতুন নিয়ম অনুযায়ী, এই টুর্নামেন্টে বোলিং দলের ইনিংসের ১৮তম ওভার শুরু করতে ৭২ মিনিট ১৫ সেকেন্ডের বেশি সময় লাগলে ৩০ গজ বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম নিয়ে খেলতে হবে। সেই ওভার শেষ করতে হবে ৭৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে। ৮০ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে ১৯তম ওভার। তবে সেই ওভার শুরুর আগে ফিল্ডিং দল সময়ের চেয়ে পিছিয়ে থাকলে তখন বৃত্তের বাইরে দুইজন ফিল্ডার কম থাকবেন।
ইনিংসের শেষ ওভারেও যদি একই ঘটনা ঘটে তখন একজন ফিল্ডারকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠাবেন আম্পায়ার।

কোন ফিল্ডার লাল কার্ড দেখবেন সেটা নির্বাচন করবেন ফিল্ডিং দলের অধিনায়ক। স্লো ওভার-রেটের কারণে সাধারণত ফিল্ডিং দলই শাস্তি পায়, তবে এবার ব্যাটিং দলেরও স্বস্তিতে থাকার উপায় নেই। আম্পায়ারের প্রথম এবং শেষ সতর্কতার পর কোনো ব্যাটিং দল যদি সময় নষ্ট করে তাহলে প্রতিটি সময় নষ্টের ঘটনায় তাদের পাঁচ রান কেটে নেওয়া হবে। ওভার রেটের ব্যাপারটি দেখভাল করবেন তৃতীয় আম্পায়ার। প্রতি ওভার শেষে অন-ফিল্ড আম্পায়ারদের মাধ্যমে অধিনায়কদের সময়ের ব্যাপারে অবগত করবেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য