বরকত-রুবেলের অর্থপাচার মামলা পুনরায় তদন্তের নির্দেশ 

  • নিজস্ব প্রতিবেদক
  • বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২ ০৪:০৯:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই সাবেক ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে করা অর্থ পাচার মামলা পুনরায় তদন্তে সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ আদেশ দেন।

বরকত-রুবেলের পরিবার পরিবারের সদস্যরা প্রেস বিজ্ঞপ্তিতে ও বিজ্ঞাপন বিজ্ঞপ্তিতে বারবার বলে আসছিল সিআইডি আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছেন। বিজ্ঞ আদালত মামলাটি আবার তদন্তে পাঠিয়ে প্রমাণ করলেন বরকত-রুবেলের পরিবারের কথাই সত্যি। বরকত-রুবেলের বিরুদ্ধে করা অর্থপাচার মামলা পুনরায় তদন্তে সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত। 

মামলায় অনেক গড়মিল থাকায় বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই আদেশ দেন। মামলায় দুই ভাইয়ের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে উপার্জন ও পাচারের অভিযোগ আনা হয়েছিল।

প্রসঙ্গত দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে গত বছরের ২৬ জুন বরকত ও রুবেলের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করেন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য