সদরপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা 

  • সদরপুর অফিস: 
  • বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১০:০৯:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলা শহরের সদরপুর বাজারে অবাধে নিষিদ্ধ পলিথিন মজুদ এবং বিক্রয় করার দায়ে ৬ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার দুপুরে উক্ত অভিযান পরিচালনা করেন করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আহসান মাহমুদ রাসেল। 
 
ঘন্ট্যাব্যাপী অভিযানে সদরপুর বাজারের ৬টি মুদি দোকানীকে বিক্রয় ও মজুদ রাখার দায়ে ১০০ কেজি পলিথিন জব্দ ও  ৩০হাজার টাকা জরিমানা আরোপ করে ভ্রাম্যমান আদালত।  পরিবেশ সংরক্ষণ আইন সংশোধিত ২০১০(৬)এর খ ধারায় এ জরিমানা দায়ের করা হয়। আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলার পরিদর্শক মোঃ জাহিদ হাসান। অভিযুক্তরা হলেন, শ্যামল সাহা (৫০) ৭ হাজার, আবুল কালাম আজাদ (৫১) ৫হাজার, তারেক হাসান (৪০) ১হাজার, রাসেল বেপারী (২৪) ১হাজার, মোঃ সোহরাব হোসেন (৬৩) ১৫হাজার, নিপন সাহা (২৫) ১হাজার টাকা। 
অভিযান শেষে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর ফরিদপুরে নিয়ে যাওয়া হয়। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য