এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস অনুশীলনের সময় চোট পেয়েছেন।
বাংলাদেশ দল ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি হিসেবে নিয়মিত অনুশীলন করছিল। ব্যাটিং অনুশীলনের সময় লিটন দাস পাঁজরে চোট পান এবং এরপর আর ব্যাট করতে পারেননি। তবে দলের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, চোট গুরুতর কিছু নয়।
টানা দুই ম্যাচের ধকল সামলানোর প্রস্তুতি হিসেবে গতকালই শেষবার অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুরুতে দলের খেলোয়াড়রা ফিল্ডিং অনুশীলন করেন, যেখানে ছিলেন লিটন দাস। পরে ব্যাটিং অনুশীলনের সময় চোট পেয়ে মাঠে শুশ্রূষা পান দলের ফিজিও বায়েজীদুল ইসলাম এবং প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সহায়তায়। চোটের পর বেঞ্চে বসে দলের অনুশীলন দেখেন লিটন, যেখানে তাকে হাসিমুখে দেখা গেছে। পরে তিনি দলের সঙ্গে মাঠ ত্যাগ করেন।
আগামীকাল (২৪ সেপ্টেম্বর) ভারত এবং পরদিন পাকিস্তানের সঙ্গে খেলতে নামবে বাংলাদেশ। ভারতকে হারালে ফাইনালের পথে গুরুত্বপূর্ণ সুবিধা পাবে টাইগাররা।
মন্তব্য