পদ্মা সেতুর পিলারে ধাক্কা, যা আছে প্রতিবেদনে

  • অনলাইন
  • রবিবার, ২৫ জুলাই ২০২১ ০৭:১০:০০
  • কপি লিঙ্ক

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনায় দুই চালককে দায়ী করে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে মাস্টার ও সুকানিকে দায়ী করা হয়েছে।  আজ রোববার (২৫ জুলাই) প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম।

গত ২৩ জুলাই শুক্রবার সকালে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসার পথে রো রো ফেরি শাহজালাল নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারকে ধাক্কা দেয়।  এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অন্তত ২০ জন যাত্রী আহত হয়।

এ ঘটনার পরপরই বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামানকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটিকে তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। এরপরই শুক্রবার কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও ফেরিতে কর্মরত ছয়জনের বক্তব্য নেন। শনিবার খসড়া প্রতিবেদন তৈরি করেন।  আজ রোববার বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের কাছে এ প্রতিবেদন জমা দেয় কমিটি।

এদিকে সেতুর পিলারে ধাক্কা দেওয়ার ঘটনায় শাহজালাল ফেরির চালক (মাস্টার) আব্দুর রহমান খানকে শনিবার (২৪ জুলাই) পুলিশ হেফাজতে নেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য