আফগান বাহিনীর হামলায় আরো ৪৩৯ তালেবান নিহত

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১ ০১:৫৭:০০
  • কপি লিঙ্ক

গত ২৪ ঘণ্টায় আফগান নিরাপত্তা বাহিনীর হামলায় ৪৩৯ তালেবান নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ৭৭ জন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বুধবার (১১ আগস্ট) এসব জানিয়েছে ডেইলি হান্ট।

প্রতিবেদনে বলা হয়, নানগারহার, লাঘমান, লোগার, পাকটিয়া, উরুজগান, যাবুল, ঘর, ফারাহ, বালখ, হেলমান্দ কাপসিয়া এবং বাঘলানে তালেবানদের ওপর হামলা চালানো হয়। এছাড়া কান্দাহার প্রদেশে এক বিমান হামলায় আরো ২৫ জন উগ্রবাদী নিহত হয়েছে। দেশের উত্তরাঞ্চলে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বুধবার বালখ প্রদেশের মাজার-ই-শরীফ শহরে পৌঁছেছেন। তালেবান আফগানিস্তানের বেশ কয়েকটি প্রাদেশিক রাজধানী দখল করে নেওয়ার পর এই সফর এলো।

এর মধ্যেই পদ হারালেন আফগান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়ালি মোহাম্মাদ আহমাদজাই। মাত্র দুই মাস আগেই তাকে নিয়োগ দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। বৃহস্পতিবার (১২ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, নতুন সেনাপ্রধান হয়েছেন জেনারেল হায়বাতুল্লাহ আলীজাই। তিনি এতদিন আফগান বিশেষ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্বপালন করছিলেন। ওই পদে এখন আফগান সেনাবাহিনীর ২১৫ ডিভিশনের কমান্ডার সামি সাদাতকে নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য