আন্দোলনকারীদের ডাকা অসহযোগ কর্মসূচি ঘিরে সারাদেশে প্রাণহানির ঘটনায় সরকার থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের সবাইকে নিরাপদে ঘরে ফেরার অনুরোধ করা হয়েছে।
রোববার (৪ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে ছাত্র-ছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে।
জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, সরকার পতনের একদফা দাবিতে রোববার থেকে শুরু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন। কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।
আন্দোলনের প্রথম দিন রোববার সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এসব ঘটনা লেখন পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারা দেশে ৬১ জন নিহতের খবর পাওয়া গেছে।
মন্তব্য