এবার রাজকে নিয়ে যা বললেন পরীমনি

  • অনলাইন
  • মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪ ০৪:০৪:০০
  • কপি লিঙ্ক

‘ফেলু বক্সী’ ছবির শুটিংয়ের জন্য বর্তমানে কলকাতায় আছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। এই ছবির  শুটিংয়ের ফাঁকে কথা বলেন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের সঙ্গে। এই অভিনেত্রী কথা বলেন নিজের কাজ ও ব্যক্তিগত বিষয় নিয়ে। কথা বলেন চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনের কলহ ও বিচ্ছেদ নিয়েও।

মঙ্গলবার (২ এপ্রিল) প্রকাশ হওয়া প্রতিবেদনে দেখা যায়, পরীমনির কাছে প্রশ্ন করা হয় ছেলে রাজ্যের জন্য শরীফুল রাজকে আরও একটি সুযোগ দেওয়া সম্ভব কিনা? জবাবে এ নায়িকা বলেন, ওই নাম মুখেই আনতে চাই না। ওর প্রতি এত ঘৃণা। কোনোদিন যদি মরেও যায়, তাহলে দেখতে যাব না।

এ নায়িকা বলেন, এখন যে মানুষটা বেঁচে আছে সে অন্য মানুষ। যে আমার কাছে ছিল, সে আরও অনেক আগেই মরে গিয়েছে। সেই মরদেহটা দেখেছি। আসলে মানুষটা আমার কাছে এখন মরদেহ।

প্রসঙ্গত, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়ান শরীফুল রাজ-পরীমনি। সম্পর্কের সাতদিনের মাথায় ১৭ অক্টোবরে, ২০২১ সালে বিয়ে করেন তারা। দাম্পত্যজীবনে এক পুত্রসন্তান আসে তাদের সংসারে। কিন্তু সেই ছেলের প্রথম জন্মবার্ষিকীর কিছুদিন পরই বিচ্ছেদ হয় তাদের। নানা কলহ ও অভিযোগের পর গত বছরের ১৮ সেপ্টেম্বর অভিনেতাকে ডিভোর্স লেটার পাঠান পরীমনি।  

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য