সম্প্রতি আবার সিনেমায় ফিরে আসার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় নায়িকা শাবনূর। টানা এক যুগের বিরতি ভেঙে তিনি ‘রঙ্গনা’ এবং ‘মাতাল হাওয়া’ নামে ছবি দুটিতে অভিনয় করতে যাচ্ছেন বলে নিজেই জানিয়েছেন।
শাবনূরের এই ‘কামব্যাক’কে বেশ বাহবা দিচ্ছেন ভক্ত, অনুরাগীরা।
এদিকে শাবনূরের এই ‘কামব্যাক’ নিয়ে মন্তব্য করেছেন নায়ক রিয়াজ।
প্রায় ৪০টির বেশি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তারা। জনপ্রিয়তার দিক থেকে এই জুটিকে এখন অবধি সফল হিসেবেই ধরা হয়।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ‘বিনোদন সারা দিন’ নামের একটি অনুষ্ঠানে শাবনূরের সিনেমায় ফেরা প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘সিনেমা যদি করতে হয় সে (শাবনূর) ভালো কিছু করুক। সব সময় তার জন্য আমার পক্ষ থেকে শুভ কামনা আছে। কিছুদিন আগে একটি ঘরোয়া পার্টিতে তার সঙ্গে দেখা হয়েছিল, কংগ্রাটস জানিয়েছি। তবে আমি বলব, যদি সে (শাবনূর) সিনেমা করতে চায়, তাহলে এত দিন বিরতিতে থাকার মানে কী ছিল? আসলে অনেক সময় আমরা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়ে ফেলি। শাবনূর কেন এই সিদ্ধান্ত নিয়েছে তা জানি না। যদি সিনেমা করতে চায় তাহলে বন্ধু হিসেবে আমি শাবনূরের উদ্দেশে বলব, তার উচিত হবে ২০২৪ সালে এসে ২০২৪-এর কনটেন্ট, স্ক্রিপ্ট এবং পরিচালক নির্বাচন করে ছবি করা। শাবনূরকে এমনিতেই মানুষ ১০০ বছর মনে রাখবে। তবে সে (শাবনূর) আবার যে ছবি করবে, সেই ছবি যেন তাকে পরবর্তী আরো ১০০ বছর বাঁচিয়ে রাখে। ’
শাবনূরের উদ্দেশে রিয়াজ আরো বলেন, ‘তাকে মনে রাখতে হবে, সে যে সময়টা বিরতি নিয়েছিল, এর মাঝে বাংলাদেশের সিনেমা এবং মিডিয়ায় অনেক কিছুর পরিবর্তন হয়েছে। আগে অনেকেই ছিল, যারা এখন বেঁচে নেই। তাই যদি শাবনূর স্ক্রিপ্ট, ডিরেক্টরসহ পুরো টিম ঠিকঠাকভাবে সিলেক্ট করে আবার সিনেমা করে, তাহলে আমি বলতে চাই, তার সিনেমায় ফিরে আসার সিদ্ধান্ত সঠিক হবে। ’
মন্তব্য