মাংস আনতে গিয়ে টিকটকারের কাছে ধর্ষণের শিকার ৪ বছরের শিশু

  • পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
  • বুধবার, ১৯ জুন ২০২৪ ১০:০৬:০০
  • কপি লিঙ্ক

রাজবাড়ীর পাংশায় ঈদের দিন বাবার সাথে কুরবানির মাংস আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ৪ বছরের এক শিশু। এ ঘটনায় মো. আশিক মন্ডল (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। উপজেলার কসবামাজাইল ইউনিয়নের দিঘলহাট গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আশিক মন্ডল দিঘলহাট গ্রামের মো. আহম্মেদ মন্ডলের ছেলে। ধর্ষণের শিকার শিশু একই গ্রামের বাসিন্দা। 

ধর্ষণের শিকার শিশুর পরিবার সূত্রে জানা যায়, মেয়েকে সাথে নিয়ে পাশের গ্রামে কুরবানির মাংস কাটতে যায় তার বাবা। সেখান থেকে আশিক মন্ডল শিশুটিকে বাইসাইকেলে ঘোরানোর কথা বলে দীঘলহাট মুন্সিপাড়া গ্রামের দিলিপের পাট ক্ষেতে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুটি অচেতন হয়ে পড়লে আশিক নিজেই কোলে করে শিশুটির বাড়িতে নিয়ে যায়। এ সময় শিশুটির পা দিয়ে রক্ত গড়িয়ে পড়তে দেখেন শিশুর মা। পড়ে শিশুটি চেতন হলে বিষয়টি মাকে জানায় শিশু। পড়ে তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

জানা যায়, ঘটনার দিন রাতে ধর্ষণের শিকার শিশুর মামা বাদি হয়ে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পাংশা মডেল থানার উপপরিদর্শক ওবায়দুর রহমার জানান, মামলার আসামি মো. আশিক মন্ডলকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে, ধর্ষক আশিক টিকটিক করেন। স্থানীয়রা তাকে বখাটে আশিক নামে জানেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, ভিকটিমকে নিয়ে মা-বাবা দুইজনই ফুরিদপুর হাসপাতালে থাকায় ভিকটিমের মামা বাদি হয়ে থানায় মামলা করেন, মামলার পর আসামীকে গ্রেপ্তারে করে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসা আমাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর মূল ধটনা জানা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য