ফেনীতে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার

  • অনলাইন
  • মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩ ০৫:০৯:০০
  • কপি লিঙ্ক

ফেনীতে এক তরুণীকে (২৬) গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের এবিএম ব্রিক ফিল্ডের শ্রমিকদের শোয়ার ঘরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ তিনজনকে অজ্ঞাত করে মোট ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগী নারী।

জানা যায়, চাঁদপুর জেলার হাজীগঞ্জের বাসিন্দা ওই নারী কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে বাসা ভাড়া করে থাকেন। গতকাল তিনি ভিক্ষা করতে আসেন ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নে। এ সময় বখাটেরা তাকে গণধর্ষণ করে। মামলা দায়েরের পর রাতে পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে। বর্তমানে পলাতক রয়েছে আরও তিনজন আসামি।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-নোয়াখালী জেলার হাতিয়া থানার জামাল মিস্ত্রির ছেলে মো. সমির (২৭), একই থানার আব্দুর মোনাফের ছেলে দেলোয়ার হোসেন (২২), একই থানার মোহাম্মদ জহিরের ছেলে মোহাম্মদ তারেক (১৯), সুধারাম থানার আব্দুস সোবানের ছেলে মোহাম্মদ রমজান আলী (১৯) ও একই থানার আলী হোসেনের ছেলে মোহাম্মদ বাবু (১৯)। এ ছাড়াও পলাতক রয়েছে নোয়াখালী হাতিয়া থানার রুহুল আমিনের ছেলে মোহাম্মদ মেহেরাজ (৩২) ও মোহাম্মদ রিদন (৩০)।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, গ্রেফতার ব্যক্তিদের আজ আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়াও বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য