বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনের ব্যক্তিদের প্রকাশ্যে আনতে কমিশন গঠন করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মঙ্গলবার (১৫ আগস্ট) সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধুর ‘স্মৃতি চিরঞ্জীবী’ স্মারকসৌধে ফুল দেওয়ার পরে তিনি এ মন্তব্য করেন।
ফয়েজ সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনের ব্যক্তিদের প্রকাশ্যে আনতে কমিশন গঠন করা উচিত। অন্তত এ জন্য যে, মানুষজন যেন তাদেরকে ঘৃণা করতে পারে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়ন করার মাধ্যমেই তার হত্যাকারীদের সঠিক জবাব দেওয়া হবে।
তিনি বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের বিষয়ে বঙ্গবন্ধুকে আগেই জানানো হয়েছিল। কিন্তু তিনি বাঙালিদের বিশ্বাস করেছিলেন।
হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, বিচার বিভাগ সঠিক পথেই কাজ করছে। বঙ্গবন্ধুর যেভাবে বলে গেছেন সেভাবেই কাজ করছে বিচার বিভাগ।
মন্তব্য