খিলগাঁওয়ে খালে পড়ে যুবক নিখোঁজ

  • অনলাইন
  • মঙ্গলবার, ২২ জুন ২০২১ ০২:৪৪:০০
  • কপি লিঙ্ক

বোতল টোকাতে গিয়ে এক যুবক রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ার একটি খালে পড়ে সাড়ে তিন ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর পরিচয় পাওয়া যায়নি। খালটি বাসাবো খাল নামে পরিচিত।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাসাবোর ওই খোলা খালে পড়ে তলিয়ে যান যুবকটি। বেলা দেড়টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করেও নিখোঁজ যুবককে উদ্ধার করতে পারেননি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তারা জানান, দু-তিন দিন ধরে ২৫-২৬ বছরের ওই যুবককে স্থানীয় বাসিন্দারা তিলপাপাড়া এলাকায় পুরোনো জিনিসপত্র টোকাতে দেখছেন। তবে কেউ তাঁর নাম বা ঠিকানা জানেন না। আজ সকাল সাড়ে ১০টার দিকে ওই যুবকে পাড় ঘেঁষে খালের ময়লার স্তূপের ওপর থেকে বোতল আনতে যান। যুবকটি তলিয়ে যাওয়ার একপর্যায়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন। তখন স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি যুবককে উদ্ধারে নামে। সেখানে উৎসুক মানুষ ভিড় করেন। খিলগাঁও থানাসহ পুলিশের মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান নেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম আজ মঙ্গলবার বলেন, খালটি স্রোতমুখী এবং গভীরতা ১০-১৫ ফুট। এটি মান্ডা এলাকার বড় খালের সঙ্গে গিয়ে মিশেছে। ময়লার স্তূপে খালটির পাড়ের দিকটা ভরাট হয়ে গেছে মনে হলেও ভাসমান ময়লার স্তূপের নিচে গভীর পানি। ডুবুরিরা যুবককে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য