সিরাজগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৯০ হাজার টাকা অর্থদন্ড করলেন এসিল্যান্ড

  • আবির হোসাইন শাহীন, জেলাপ্রতিনিধি :
  • বুধবার, ০২ ডিসেম্বর ২০২০ ০৯:৩৯:০০
  • কপি লিঙ্ক

সিরাজগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৯০ হাজার টাকা জরিমানা।  গোপন সূত্রের ভিত্তিতে অবৈধ উপায়ে বিপণনের উদ্দেশ্যে বালু উত্তোলন করা হচ্ছে সংবাদ পেয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের সরাইচন্ডী নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রহমত উল্লাহ।

মঙ্গলবার দুপুর ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। মাহমুদুল হাসান নামক জনৈক ব্যক্তি এলাকায় অবৈধ উপায়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার অপরাধে ১৫ ধারায় অভিযুক্ত কে (নব্বই হাজার)টাকা অর্থদন্ড করেন।

 অবৈধ উপায়ে বালু উত্তোলন বিরোধী অভিযান চলবে বলে তিনি জানান।এ সময় সিরাজগঞ্জ আনসার বাহিনীর সদস্যগণ উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য