সিগারেটের আগুণের ছ্যাকা, মারপিট সহ স্বামীর নানা ধরণের নির্যাতন সাইতে না পেরে স্বামীর গ্রেফতার দাবীতে সংবাদ সম্মেলন

  • গাইবান্ধা প্রতিনিধি :
  • শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০ ১০:২৮:০০
  • কপি লিঙ্ক

সিগারেটের আগুণের ছ্যাকা, মারপিট সহ স্বামীর নানা ধরণের নির্যাতন সাইতে না পেরে পাষাণ স্বামীর  সিগারেটের নিমর্ম নির্যাতণের বিচার দাবীতে আজ দুপুরে স্বামী গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেসক্লাবে হাজির হয়ে সংবাদ সম্মেলনে নির্যাতণের বর্নণা দিলেন ৫ মাসের অন্তঃস্বত্তা গৃহবধূ রত্না বেগম।

সম্মেলনে  উপজেলার কামারদহ ইউনিয়নের বখশীচর গ্রামের রেজাউল করিমের কন্যা রত্না বেগম লিখিত বক্তব্যে বলেন, তার সাথে ১ বছর আগে একই গ্রামের আনছার আলীর পুত্র আল আমিনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক দাবী করে আল আমিন তাকে মারপিট সহ প্রতি রাতেই শরীরের বিভিন্ন স্থানে আগুনের ছ্যাকা দেয়। প্রতিবাদ করলেই  নির্যাতণ আরো বেড়ে যায়। তার বিরুদ্ধে থানায় মামলা করলে সে ক্ষিপ্ত হয়ে অন্তরঙ্গ মূহর্তের ছবি ফেসবুকে ছেড়ে দেয়।  বর্তমানে আল আমিনের ভগ্নিপতি পুলিশের এসআই সাইফুলের মাধ্যমে যাতে মামলার আসামীদের না ধরে সে ব্যপারে ততবির করছে। রতœার দ্রæত আসামীদের গেফতার দাবী জানিয়েছে। সংবাদ সম্মেলনে রত্নার বা-মা, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।
 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য