ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য লাবু চৌধুরী সহ ১১৪ জনের নামে হত্যা মামলা

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৯:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী সহ ১১৪ জনের নামোল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আ'লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে। 

মামলায় লাবু চৌধুরীকে ৮ নম্বর আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞানামা আরও ২০০/৩০০ জনকে আসামি করা হয়েছে। বুধবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার বাড্ডা থানা সূত্রে এ মামলার বিষয়টি জানা যায়।

এর আগে ঢাকা মহানগরের চীপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট নং ১০-এর বিচারক মো. মোশাররফ হোসেনের নির্দেশে গত রোববার (০১ সেপ্টেম্বর) বাড্ডা থানায় মামলাটি দায়ের করা হয়। যার মামলা নম্বর: P- ০৩/২৪ (বাড্ডা)।

মামলার বাদী জেলার সালথা উপজেলার খলিশাডুবী এলাকার মৃত. ইনসুর মাতুব্বরের ছেলে হাসিবুল হাসান লাবলু।

গত ৫ আগস্ট ঢাকার মধ্য বাড্ডার ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রজনতার আন্দোলনের সময় মো. সিরাজুল বেপারী নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় এ হত্যা মামলাটি দায়ের করা হয়। 

নিহত হওয়া সিরাজুল বেপারীর গ্রামের বাড়ি ফরিদপুর সদরের তাইজুদ্দীন মুন্সির ডাঙ্গী গ্রামে। সে ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। মামলার বাদী হাসিবুল হাসান লাবলু নিহতের খালাতো ভাই বলে জানা যায়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য