সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা জাবি অভিমুখে পদযাত্রা করেছেন। এতে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল বাসস্ট্যান্ড থেকে বন্ধ রয়েছে যান চলাচল।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে আশুলিয়ার নলামে অবস্থিত গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পদযাত্রা শুরু করেন গবি শিক্ষার্থীরা।
পরে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল বাসস্ট্যান্ডে কিছুক্ষণ সড়ক অবরোধ করে মিছিল করে জাবি অভিমুখে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন তারা।
সরেজমিনে দেখা যায়, কোটা আন্দোলনের পক্ষে নবীনগর ত্রিমোড় এলাকায় অবস্থান করছেন সাধারণ শিক্ষার্থীরা।
গবি শিক্ষার্থীরা বলেন, জাহাঙ্গীরনগরে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতেই এই কর্মসূচি পালন করছেন তারা।
এ দিকে বেলা ১১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল এন্ড রিসার্চ (নিটার) এর ৫ শতাধিক শিক্ষার্থী মহাসড়ক অবরোধ করে রেখেছেন। সারাদেশে আন্দোলনকারীদের ওপর হামলা এবং কোটা সংস্কারের দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা।
মন্তব্য