www.bzamin24.com:: সত্যের সন্ধানে সারাক্ষণ

শিরোনাম:

হেলিকপ্টার থেকে ফেলা হচ্ছে গাজর-মিষ্টি আলু


  বিজমিন২৪ ডেস্ক:  |  ১৩ জানুয়ারি ২০২০, সোমবার, ১১:৫৮  | আন্তর্জাতিক


অস্ট্রেলিয়ায় দাবানলে প্রাণ গেছে কোটি কোটি বন্যপ্রাণীর। খাবারের অভাবে মৃত্যুর দোরগোড়ায় আরও কয়েক কোটি বন্যপ্রাণী। এই পরিস্থিতি সামলাতে সাধ্যমতো চেষ্ট চালাচ্ছে ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস।

সম্প্রতি হেলিকপ্টার থেকে অস্ট্রেলিয়ার দাবানলে দুর্গত পশুদের জন্য প্রচুর গাজর ও মিষ্টি আলু ছুড়ে ফেলা হয়েছে। ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস'র শক্তি ও পরিবেশ মন্ত্রী ম্যাট কিন একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, পশুদের জন্য হেলিকপ্টার থেকে প্রচুর পরিমাণ সবজি ফেলা হচ্ছে।

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, 'অপারেশন রক ওয়ালাবাই অভিযানে কর্মীরা কয়েক কেজি মিষ্টি আলু ও গাজর হেলিকপ্টার থেকে ফেলেছে।' এই ছবির পাশাপাশি আরও একটি ছবি পোস্ট করেছেন কিন। যেখানে এক বন্যপ্রাণীকে গাজর খেতে দেখা যাচ্ছে।
দুর্গত পশুদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসকে ধন্যবাদ জানিয়েছে নেটিজেনরা। 
 আরও খবর