ভিসা নিয়ে বড় সুখবর দিলো আরব আমিরাত, যেভাবে আবেদন


সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞ, বিনোদন খাত, ইভেন্ট ও ভ্রমণপিপাসুদের জন্য নতুন চারটি ভিজিট ভিসা চালু করেছে। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) ফেডারেল অথরিটি ফর আইডেনটিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এ তথ্য জানায়।

মঙ্গলবার গালফ নিউজ আরেকটি প্রতিবেদনে জানিয়েছে, আমিরাতের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো বিশ্বের মেধাবী বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও প্রতিভাবানদের আকর্ষণ করা, বিশেষ করে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিনোদন ও পর্যটন খাতে।

নতুন ভিসার ধরন

১. কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ভিসা: এই ভিসা প্রযুক্তি ও এআই খাতে বিশেষজ্ঞদের জন্য। নির্দিষ্ট সময়ের জন্য একক বা একাধিকবার যাতায়াতের অনুমতি মিলবে। তবে এর জন্য প্রযুক্তি খাতে লাইসেন্সপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠানের সুপারিশপত্র থাকতে হবে।

২. বিনোদন ভিসা: অস্থায়ী সময়ের জন্য বিদেশি নাগরিকদের বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেবে এই ভিসা।

৩. ইভেন্ট ভিসা: উৎসব, প্রদর্শনী, কনফারেন্স, সেমিনারসহ অর্থনৈতিক, সাংস্কৃতিক, ক্রীড়া, ধর্মীয় ও শিক্ষা কার্যক্রমে অংশ নিতে দেওয়া হবে এই ভিসা। এর জন্য আয়োজক প্রতিষ্ঠানকে (সরকারি বা বেসরকারি) ইভেন্টের বিবরণসহ চিঠি প্রদান করতে হবে।

৪. ক্রুজ ও অবকাশযাপন নৌকা ভিসা: পর্যটন বাড়াতে একাধিকবার যাতায়াতের সুযোগ থাকবে এ ভিসায়। এটি মূলত ক্রুজ শিপ ও লিজার বোট পর্যটকদের জন্য। ভিসার শর্ত হিসেবে পর্যটন পরিকল্পনা ও অনুমোদিত অপারেটরের নিশ্চয়তা থাকতে হবে।

পূর্বের নিয়মে নতুন সংযোজন

এর আগে ২০২২ সালে ইউএই জব সিকার ভিসা ও বিজনেস এক্সপ্লোরেশন ভিসা চালু করেছিল। নতুন ঘোষণায় ব্যবসা অনুসন্ধান ভিসায় আর্থিক সক্ষমতার শর্ত যোগ করা হয়েছে। অর্থাৎ ভিসাপ্রার্থীকে আর্থিকভাবে সক্ষমতা প্রমাণ করতে হবে অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে দেশে-বিদেশে প্রতিষ্ঠিত ব্যবসার মালিক হতে হবে।

যেভাবে আবেদন করবেন

এই ভিসার জন্য আবেদনকারীদের সাধারণত একজন স্পনসর বা হোস্টের প্রয়োজন হয়। ক্যাটাগরির ওপর এটি নির্ভর করে। যেমন:

এআই ভিসার জন্য প্রযুক্তি প্রতিষ্ঠান।বিনোদন ভিসার জন্য আয়োজক প্রতিষ্ঠান।ইভেন্ট ভিসার জন্য সরকারি/বেসরকারি সংগঠন।ক্রুজ ভিসার জন্য লাইসেন্সধারী পর্যটন প্রতিষ্ঠান।আবেদন করতে হবে ফেডারেল অথরিটি ফর আইডেনটিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি)-এর মাধ্যমে।

কেন গুরুত্বপূর্ণ

নতুন ভিসা ক্যাটাগরি চালুর মাধ্যমে ইউএই একদিকে প্রযুক্তি ও এআই বিশেষজ্ঞদের আকর্ষণ করছে, অন্যদিকে বিনোদন ও সংস্কৃতি খাতকে সহায়তা করছে। একই সঙ্গে আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ সহজ করবে এবং ক্রুজ ও অবকাশ পর্যটন বাড়াবে, যা দেশটির অর্থনীতি ও পর্যটন খাতকে আরও এগিয়ে নেবে।


Copyright (c) 2019-2025 bzamin24.com