বানা খালে অবৈধ বাঁধ নির্মাণে এক ব্যক্তির কারাদণ্ড


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের বানা খালে মাছ ধরার উদ্দেশ্যে অবৈধভাবে অস্থায়ী আড়াআড়ি বাঁধ নির্মাণের অভিযোগে মাহফুজার শেখ (৩৬) নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর ২০২৫) বিকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রাহানুর রহমান।

তিনি বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণে আইনের প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউই আইন অমান্য করে প্রাকৃতিক জলাশয়ে বাঁধ দিয়ে মাছ ধরতে পারবে না। ভবিষ্যতে এ ধরনের অপরাধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু। তিনি বলেন, বানা খালসহ উপজেলার বিভিন্ন জলাশয়ে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে মাছ আহরণ করলে প্রজননকালীন মাছের ক্ষতি হয়। আমরা চাই সবাই সচেতন হোক এবং মৎস্য সম্পদ রক্ষায় সহযোগিতা করুক।

প্রসঙ্গত, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(১) ধারার অধীনে এ দণ্ডাদেশ কার্যকর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীতে এমন অভিযান অব্যাহত থাকবে।


Copyright (c) 2019-2025 bzamin24.com